* আইন শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
* অপরাধ, বিশৃংখলাএবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
* পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
* স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
* জনগনের সম্পত্তি যথা- রাস্তা, ব্রীজ,কালভার্ট,বাধ,খাল,টেলিফোন,বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করা।
* ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুপারিশ করা।
* স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উৎসাহ প্রদান করা।
* জন্ম-মৃত্যু,অন্ধ,ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
* সব ধরনের শুমারী পরিচালনা করা।
* কৃষি,বৃক্ষ-রোপন,মৎস্য ও পশু পালন,স্বাস্থ্য,কুটির শিল্প,সেচ যোগাযোগ।
* জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ
* সাধারণভাবে গাছ লাগানো ও সংরক্ষন এবং বিশেষভাবে জনপথ ও সরকারী জায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ।
* অপরাধমূলক ও বিপদজ্জনক ব্যবস্যা নিয়ণ্ত্রনকরণ।
* কুয়া, পানি তোলার কল,জলাধার,পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থাকরণ ও সংরক্ষণ
* খাবার পানির উৎসের দূষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহন।
* আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধকরণ।
* বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যকরন।
* খেরাধুলার উন্নতি সাধন।
* প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরন।
* গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থাকরন।
* শিল্প ও সামাজিক উন্নয়ন,সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন ও উৎসাহ দান।
* গবাদি পশুর খোযাড় নিয়ন্ত্রন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাকরন।
* পরিবেশ ব্যবস্থাপনার কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস